
পঞ্চগড়ের বোদা উপজেলায় দু’আওয়ামী লীগ নেতাকে পাশে বসিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতার সমাবেশ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সকাল থেকে ফেসবুকে ওই সমাবেশের ছবি ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকে প্রশ্ন তুলেছেন, একই মঞ্চে আওয়ামী লীগের দু’প্রভাবশালী নেতা কীভাবে প্রধান অতিথি বিএনপি নেতার পাশে বসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটে শনিবার (২৩ আগস্ট) বোদা উপজেলার পাচপীর ইউনিয়নের মেনাগ্রামে সনাতন সম্প্রদায়ের আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ব জাগরণে অনুষ্ঠিত সমাবেশে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় তার বামে ছিলেন দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান মণি ভূষণ রায় এবং ডানে ছিলেন বোদার পাঁচপীর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান অজয় কুমার রায়।
স্থানীয়রা জানান, মণি ভূষণ রায় ২০২১ সালে নৌকা প্রতীকে নির্বাচিত হন। এর আগে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর জুলুম-নির্যাতনের অভিযোগ উঠেছে। অপরদিকে অজয় কুমার রায়কে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবির ঘনিষ্ঠ হিসেবে চেনেন এলাকাবাসী।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, মাঠের রাজনীতিতে মতাদর্শের সীমানা ক্রমেই অস্পষ্ট হয়ে পড়ছে এবং বিএনপি নেতারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিতর্কিত নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।
এ বিষয়ে ফরহাদ হোসেন আজাদের মোবাইলে কল করলে তিনি মিটিয়ে আছেন বলে বিস্তারিত আলাপ করা সম্ভব হয়নি।