
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচনে দুটি সম্পাদকীয় পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন দুই ছাত্রী। রেহেনা আক্তার ও লামিয়া আক্তার (লিমা) নামে ওই দুই ছাত্রী দুটি হল সংসদে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী।
এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী রেহেনা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আর লামিয়া শামসুন নাহার হল সংসদের নির্বাচনে ছাত্রদলের প্যানেলের প্রার্থী ।
গত ২১ আগস্ট ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। তালিকায় দেখা যায়, শামসুন নাহার ও ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রেহেনা আক্তার বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সদস্য। এর আগে অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলেও খেলেছেন তিনি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ার বিষয়ে রেহেনা বলছেন, খেলোয়াড় হিসেবে তার পরিচিতি থাকায় বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে হলের অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।
গণতান্ত্রিক ছাত্রসংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের রেহেনাকে নিজেদের শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করেন। তবে রেহেনার সঙ্গে তাদের প্যানেলের কারো বোঝাপড়া হয়ে থাকতে পারে বলেও মনে করেন তিনি।
শামসুন নাহার হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া ছাত্রদলের প্যানেলের প্রার্থী লামিয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী।
তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
তবে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এটাকে কাকতালীয় বলছেন। তিনি বলেস, “আমরা কারো সঙ্গে কোনো সমঝোতা করিনি। যেসব ছাত্রসংগঠন প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা কেন হল সংসদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল না, সেটাও জানি না।”
সব পদে প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হতো বলে মনে করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন ছাত্রসংগঠন, স্বতন্ত্রসহ প্রায় ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু কোনো ছাত্রসংগঠনই সব হল সংসদের নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। ১৮টি হলের মধ্যে ছাত্রদল সর্বোচ্চ ১৪টিতে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছে। তবে প্যানেল ঘোষণা না করলেও বিভিন্ন হল সংসদে অনেক স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিচ্ছে শিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ।
শীর্ষনিউজ