
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সকল ভোটারের ভোট কাজে লাগবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি বলেছেন, জনগণের ভোটের মূল্যায়নে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিকল্প নেই।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করতে হলে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের আইন ছাড়া অনিয়ম-দুর্নীতি বন্ধ হবে না। একমাত্র পবিত্র কোরআনের আইনের মাধ্যমেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। জামায়াত কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়। এজন্য আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর এমপি প্রার্থীদের বিজয়ী করতে সকল নেতাকর্মীদের এখন থেকেই মাঠে কাজ করতে হবে।
সদস্য সম্মেলনে মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাও. কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাড. আবু ইউসুফ সেলিম, নায়েবে আমির ও জামায়াত ইসলামী মনোনীত রাজশাহী-২ আসনের এমপি পদপ্রার্থী ডা. জাহাঙ্গীর হোসেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন প্রমুখ। এই সদস্য সম্মেলনে মহানগর জামায়াতের পুরুষ ও নারী রুকন অংশগ্রহণ করেন।