
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট বা ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ বলা ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদুল ইসলাম খান।
বুধবার (২০ আগস্ট) ডাকসু নির্বাচন উপলক্ষ্যে ছাত্রদলের প্যানেল ঘোষণার পর সংবাদ সম্মেলনে কথা বলেন আবিদুল ইসলাম।
তিনি বলেন, ‘এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে জীবনের সব সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে যে অনুভূতি, সেই অনুভূতির নাম বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদল।’
ঢাবি ছাত্রদল নেতা বলেন, ‘এই পথকে বেছে নিতে গিয়ে এক বছর আমার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সামাজিক, অর্থনৈতিক পারিবারিকসহ সমস্ত জীবনটাই আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু আপস করিনি। একটাই মনবল ছিল, একদিন আমরা জিতব।
ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, ৫ আগস্ট দাঁড়িয়ে চানখাঁরপুলে যখন বলেছিলাম, ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’, সেদিন উপস্থিত ছাত্র-জনতা কেউ ছেড়ে যায়নি। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গিকার ধরে রেখেছিল। আজ তাদের রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে।
আবিদ বলেন, চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকে এই জায়গাতে এসেছি, ডাকসুর ভিপি নির্বাচনও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি আনন্দিত নয়, তবে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত, ইনশাআল্লাহ। আবারও চানখাঁরপুলের মতো বলছি, ‘আমরা আবারও বিজয়ী হব ইনশাআল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন।’