
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৫ আগস্ট পরাজয়ের যন্ত্রণা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন, মিথ্যা প্রপাগান্ডায় সফল না হয়ে হিন্দুস্তান এখন দিল্লিতে শেখ হাসিনার এবং কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেছে।
তার ভাষায়, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে লন্ডনে লবিং ফার্ম নিয়োগ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বাতিল করার লক্ষ্যে ব্রিটেনে আইনজীবী নিয়োগ, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে আবেদন প্রমাণ করে, হাসিনার পক্ষে ভারত যুদ্ধ ঘোষণা করেছে, তাই এবার দিল্লির বিরুদ্ধে আমাদের লড়তে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান আরও বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনা এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দিকনির্দেশনায় আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। তাই আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সব শক্তির একে অপরের প্রতি কাদা ছোঁড়াছু্ঁড়ি এখনই বন্ধ করতে হবে। হিন্দুস্তানি আধিপত্যবাদী আগ্রাসন মোকাবিলায় আমাদের একত্রিত হতে হবে।
জাগপা মুখপাত্রের মতে, যুদ্ধের দামামা বাজছে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আওয়ামী পুনর্বাসনে দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে হবে। নতুবা স্বাধীনতা ও সার্বভৌমত্বের সূর্য অস্তমিত হবে।