Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রায় সবকটি ছাত্র সংগঠন তাদের আংশিক কিংবা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ব্যতিক্রম শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি এখন পর্যন্ত কোনো চূড়ান্ত প্যানেল প্রকাশ করেনি। ভিপি, জিএস ও এজিএস পদ নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা, হল শাখা ও কেন্দ্রীয় সংসদের নেতাদের মধ্যে চলছে দরকষাকষি।

মঙ্গলবার মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। আগামীকাল শেষ হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা। এর মধ্যেই ডাকসু ও হল সংসদের প্রার্থিতা চূড়ান্ত করতে হবে ছাত্রদলকে। তবে দলটির বিভিন্ন স্তরের নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও সবাই অপেক্ষা করছেন সংগঠনের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।

 

শেষ দুই দিনে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মনোনয়ন সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামীম কেন্দ্রীয় জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান খান ভিপি পদে লড়ার প্রত্যাশা নিয়ে মনোনয়ন নিয়েছেন। তবে চূড়ান্ত মনোনয়ন বাছাইয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তই হবে শেষ কথা।

এ ছাড়া, ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের আরও বেশ কয়েকজন সিনিয়র নেতা মনোনয়ন নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান এবং বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন, বিএম কাউসারসহ একাধিক পরিচিত মুখ। তারা গত ১৮ আগস্ট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সবমিলিয়ে ডাকসু নির্বাচনের মাঠে ছাত্রদল এখনো অনিশ্চয়তার ছায়ায়। প্যানেল ঘোষণা নিয়ে চূড়ান্ত বার্তা না আসায় সংগঠনের নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছেন।

ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে সবচেয়ে আলোচিত মুখ আবিদুল ইসলাম খান ঢাকা পোস্টকে জানান, আগামীকাল বুধবার ঘোষণা করা হবে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল। একই সঙ্গে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনও আগামীকাল। তাই কালই স্পষ্ট হয়ে যাবে— কোন পদে ছাত্রদলের নেতারা লড়বেন।