Image description

বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। 

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ’ আয়োজিত স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

“এনসিপিকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস সেইফ এক্সিট নিতে চেয়েছেন” মন্তব্য করে হান্নান মাসউদ বলেন, “সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।”

তিনি বলেন, “জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের ‘দেশদ্রোহী’ বানাতে চায়। সরকার যদি এ সনদের স্বীকৃতি না দেয়, তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই।”

হান্নান মাসউদ আরো বলেন, “যে সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, সেটি বৈধতা পেয়েছে সংবিধানের ১০৬ অনুচ্ছেদে। কিন্তু ওই অনুচ্ছেদে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। এখন সরকার সেই অনুচ্ছেদেই নতুন ব্যাখ্যা জুড়ে হাইকোর্টের রায় এনে নির্বাচন দিতে চায়।”

“এটা ‘গর্তে ঢুকে সেইফ এক্সিট’ নেওয়ার কৌশল” বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির অবস্থান পরিষ্কার করে হান্নান মাসউদ বলেন, “আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। কিন্তু এখনো সে বিষয়ে কোনো সমাধান আসেনি। যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে, ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না।”

সভায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য আব্দুল জাহের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান।

শীর্ষনিউজ