
খাগড়াছড়িতে ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী গণপিটুনির শিকার হয়েছেন। এতে গুরুতর আহত হৃদয় ত্রিপুরা নামে এক ছাত্রলীগ কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নেতাকর্মীরা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে পাল্টা হামলা চালালে চার নেতাকর্মী আহত হন।
খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি জানান, আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, ‘পোস্টার লাগানো কেন্দ্র করে একটি হট্টগোলের খবর পেয়েছিলাম। ঘটনার সত্যতা নিশ্চিতে পুলিশ যাচাই-বাছাই করা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’