Image description

জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউটের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিলের মাদক সেবনের একটি ছবি সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে তার পদ স্থগিত করে জামালপুর জেলা ছাত্রদল। 

বৃহস্পতিবার জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মেহেদি হাসান মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মো. বাবুলের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের (মাদারগঞ্জ) সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পদ স্থগিত করা হয়েছে। তার সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মীর সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

গত ১৬ জুলাই জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। 

বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, মেহেদি হাসান কয়েকজনের সঙ্গে বসে গাজা সেবন করছেন। পরে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল বলেন, জামালপুর জেলা ছাত্রদল মাদকের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভাইরাল হওয়া ছবিটি দেখে জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসানের পদ স্থগিত করা হয়েছে।

ছাত্রদলের পদ হারানো মেহেদি হাসান বলেন, এটা একটি চক্রান্ত।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, ফেসবুকে একটি ছবি দেখেছি। শুনেছি তার পদ স্থগিত করেছে জেলা ছাত্রদল। তবে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।