Image description

মাদকবিরোধী স্লোগান মুখে, কিন্তু কাজে উল্টো চিত্র এমনই এক নজির গড়লেন জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিল। ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ছাত্রদল নেতা শাকিল প্রকাশ্যে বোতলে পাইপ বসিয়ে গাঁজা টানছেন, পাশে আরও কয়েকজন যুবক।

শাকিল মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মোঃ বাবুলের পুত্র। মাত্র এক মাস আগে (১৬ জুলাই) জেলা ছাত্রদল ঘোষিত ৯ সদস্যের কমিটিতে তিনি সাধারণ সম্পাদক পদে আসীন হন। কিন্তু ক্ষমতার স্বাদ পাওয়ার আগেই মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন এই নেতা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেইজ ও অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়েছে। 

এ বিষয়ে শাকিল বলেন, ‘এটি আমার বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র।’ তবে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, ‘যারা গাঁজা সেবন করে এবং এমন ঘটনায় ভাইরাল হয়, তাদের ছাত্রদলে থাকার কোনো অধিকার নেই।’

জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল বলেন, ‘ছাত্রদল সবসময় মাদকের বিরুদ্ধে কঠোর। ভাইরাল হওয়া ছবিটি আমরা দেখেছি, ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রদলে মাদকাসক্তদের কোনো স্থান নেই।’