
চাঁদা চাওয়ার’ কথোপকথনের ভিডিও ফাঁসের পর দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িকভাবে বহিষ্কারা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে।
মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িকভাবে বহিষ্কারাদেশ দেয়া হয়।
চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে চাঁদা চাওয়া নিয়ে নিজাম উদ্দিনের সঙ্গে অন্য ব্যক্তির কথোপকথনের একটি ভিডিও গত রোববার (১০ আগস্ট) ছড়িয়ে পড়ে। এর দুই দিন পরই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয় দলটি।
নিজাম উদ্দিনের কারন দর্শানোর নোটিশে কথোপকোথনের বিষয়টির বর্ণনা করে বলা হয়, ‘এ বিষয়টির কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। নোটিশে কেন তাকে (নিজাম উদ্দিন) স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান জনাব, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য এতদ্বারা নির্দেশ দেয়া হলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় ম্যাসেঞ্জারে কথা বলা যুবক নিজাম উদ্দিনকে ভাই সম্বোধন করে বলেন, ‘যদি মীর ভাইরা আন্দোলন বন্ধ না করে, তখন কী করবো?’
নিজাম উদ্দিন বলেন, ‘তোমারে টাকা দিছে? পাল্টা জবাবে ওই যুবক বলেন, ‘হ্যাঁ ভাই’।
এ সময় নিজাম কত টাকা দিয়েছে জানতে চাওয়ার পর ওই যুবকের উত্তর ছিল ‘পাঁচ’।
তখন নিজাম বলেন, ‘আরও বেশি নিতা প্রেসার দিয়ে।’ তখন ওই যুবক পাল্টা বলেন, ‘না ভাই আমারতো ফ্যামিলি মেম্বার। আমি কেমনে বলি?’
নিজাম বলেন, ‘আন্দোলন বন্ধ করতে হবে না?’ ওই যুবক বলেন, ‘উনারাতো বলল এ রকমই’।
নিজাম বলেন, ‘তোমরা দেখ না, আরও কিছু নিতে পারলে আমি ওদেরকে এনে রোহান, মীরদের কিছু একটা দিয়ে দিলাম’। ওই যুবক তখন আর কত টাকা জানতে চাইলে নিজাম বলেন, ‘টেন, এটাতো বন্দর বোঝ না কেন?’
এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন নিজাম উদ্দিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে থাকা অবস্থায় চাঁদা দাবির অভিযোগে তার সদস্য পদ স্থগিত করা হয়েছিল। যদিও পরে তা ফিরিয়ে দেয়া হয়।