
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভিত ধীরে ধীরে শক্তিশালী করতে হবে। দলের ভেতরেও গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে।
শনিবার রাজধানী কাকরাইলে ডক্টর এসোসিয়েশনশ বাংলাদেশ ড্যাবের কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্তহয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন , দেশটা আমাদের সবার। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যারা বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই, এ কথাটি সম্পূর্ণ ঠিক নয়।
আরে আগে খালেদা জিয়ার সচিকিৎসায় যারা যুক্ত ছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছে তারেক রহমান।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সময়ে আন্দোলন সংগ্রামে যারা নির্যাতনের শিকার হয়ে আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা আপনার করেছেন এইজন্য সারা দেশের মানুষের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।