
চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও দলটির নেতারা।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় নেতারা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের সঙ্গে দেখা করে তার সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা উপস্থিত ছিলেন।
জামায়াত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আমিরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নিতে বিকালে হাসপাতালে গিয়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ দলটির একাধিক নেতা। এ সময় আমিরের সঙ্গে দেখা করে তার সুস্থতার জন্য দোয়া করেছেন।
খোঁজখবর নিতে হাসপাতালে আসায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এবি পার্টির নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন ডা. শফিকুর রহমানের খোঁজখবর নিতে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
প্রসঙ্গত, শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন, ডাক্তারের সঙ্গ নিয়ে হাঁটাহাঁটিও করতে দেখা গেছে তাকে। পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।