Image description

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মা, অনেক সচিব- আমলারা নির্বাচন বানচালে এখনও ষড়যন্ত্র করছে। আপনাদের (সরকার) আমলে কারা নতুন করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম প্রকাশ করতে হবে।

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সভার আয়োজন করে ‘জাতীয়তাবাদী নবীন দল’।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে ফারুক বলেন, ‘আপনারা গণ-অভ্যুত্থানের সরকার। আপনারা কোনো ব্যক্তির সরকার না। এ দেশের জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। কী কারণে নির্বাচন বানচাল করতে নানা অজুহাত সৃষ্টি করা হচ্ছে সেটি জাতিকে জানাতে হবে।

 
দেরিতে হলেও আপনারা জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন। রোজার আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই।’

 

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, আমাদেরকে নব্য ফ্যাসিবাদ বলার চেষ্টা করছে। সাবধান হয়ে যান।

 
বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি স্বাধীনতার ঘোষকের দল। বিএনপি একটি আদর্শিক দল। সুতরাং, এসব ষড়যন্ত্রমূলক কথা বলে কোনো লাভ হবে না।

 

সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার প্রমুখ।