Image description
 

২০৩০ সাল নাগাদ আপনার কম্পিউটারের সঙ্গে আপনি কেবল টাইপ করে নয়, কথা বলেই কাজ সম্পন্ন করবেন—এমনই ভবিষ্যদ্বাণী করলেন মাইক্রোসফটের এক শীর্ষ কর্মকর্তা। তার ভাষায়, কম্পিউটার তখন নিজেই শুনবে, দেখবে এবং ব্যবহারকারীর সঙ্গে স্বাভাবিকভাবে কথাও বলবে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম (ওএস) নিরাপত্তাসংক্রান্ত করপোরেট সহসভাপতি ডেভিড ওয়েস্টন বলেছেন, ‘আমার ধারণা, ভবিষ্যতে আমরা কম্পিউটারের দিকে কম তাকিয়ে থাকব, বরং তার সঙ্গে বেশি কথা বলব। আমি সত্যিই বিশ্বাস করি, উইন্ডোজ ও মাইক্রোসফটের অন্যান্য সিস্টেম ভবিষ্যতে মানুষের সঙ্গে অনেক বেশি স্বাভাবিকভাবে সংযোগ গড়বে।’

তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নতির ফলে আগামী দিনের উইন্ডোজ হয়ে উঠবে আরও স্মার্ট। সেটা শুধু নির্দেশ পালনে সীমাবদ্ধ থাকবে না, বরং ব্যবহারকারীর কথা বুঝে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে।

 

ডেভিড আরও বলেন, ‘আজকের জেনারেশন যেমন এমএস-ডস ব্যবহারের কল্পনাও করতে পারে না, তেমনি ভবিষ্যতের মানুষদের কাছে কি-বোর্ড আর মাউস ব্যবহারও একসময় অবিশ্বাস্য ঠেকবে।’

 
 

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ, তবে নিরাপত্তা নিয়ে সতর্কতা

 

তার এই মন্তব্য প্রযুক্তি বিশ্লেষকদের অনেকের কাছেই অমূলক মনে হয়নি। উইন্ডোজ ইতোমধ্যেই কোপাইলট এআই, রিয়েল টাইম প্রোডাক্টিভিটি টুলসের মতো নানা ফিচার চালু করেছে, যেখানে কম্পিউটার শুধু সাড়া দিচ্ছে না, বরং কারণ বোঝার পাশাপাশি শিখতেও পারছে।

তবে ডেভিড ওয়েস্টন সতর্ক করে বলেছেন, ‘যত বেশি প্রযুক্তি উন্নত হবে, তত বেশি নিরাপত্তার ঝুঁকিও বাড়বে। তাই সেই ক্ষেত্রেও আমাদের প্রস্তুত থাকতে হবে।’