Image description
 

তিনি মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর জাতি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করে। মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে। সে অনুযায়ী সরকার ১১টি কমিশন গঠন করে। সকল সংস্কার কমিশনকে জামায়াত সহযোগিতা করলেও একটি দল নিজেদেরকে রাষ্ট্রের মালিক মনে করে সরকারকে যথাযথ সহযোগিতা করেনি, করছে না। তারা সংস্কার চায় নিজেরদের মতো করে। তারা আওয়ামী ফ্যাসিবাদের ভূমিকায় আবির্ভূত হতে চায়। বাংলাদেশের জনগণ আর কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দিবে না।

 

গোলাম পরওয়ার বলেন, বৈষম্যহীন, ইনসাফ ও ন্যায় বিচারের এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির কোন স্থান হবে না।

 

ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

 

সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল পল্টন মোড় থেকে প্রেসক্লাব-মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এতে দলের ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় খুনিদের বিচার দাবি এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেয়া হয়।