
রাজধানীতে আপ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা বখতিয়ার মুজাহিদ সিয়ামকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মতিঝিল এলাকায় ৫-৬ জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে জোরপূর্বক অপহরণ করে একটি পুরোনো ভবনে নিয়ে গিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন চালিয়েছে।
রোববার (০৩ আগস্ট) প্লাটফর্মটির শাহরিন সুলতানা ইরা স্বাক্ষরিত এক বিবৃতিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
হামলার শিকার আপ বাংলাদেশের নেতা সিয়াম জানান, অপহরণকারীরা আমার ঘাড়ে সিগারেটের সেঁক দেয়, উপর্যুপরি ঘুষি, চড়-থাপ্পড়, লাথি মেরে আমার ঠোঁট ফাটিয়ে দেয় এবং খুনের হুমকি দেয়। তিনি জানান, তীব্র সংকটময় মুহূর্তে বুদ্ধি খাটিয়ে মোবাইল ও জীবন রক্ষা করে কোনোমতে বেরিয়ে আসেন। বর্তমানে তিনি সহযোদ্ধাদের সহায়তায় চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের সন্ত্রাসী তৎপরতা কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং গণতান্ত্রিক রাজনীতি ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দেশজুড়ে অপরাধ প্রবণতা ও সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অনুপস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিকে তুলে ধরে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা রাষ্ট্রীয় দায়িত্বহীনতারই প্রমাণ।
বিজ্ঞপ্তিতে অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে আপ বাংলাদেশ।
উল্লেখ্য, ‘আপ বাংলাদেশ’ একটি ইনসাফভিত্তিক আদর্শিক রাজনৈতিক সংগঠন। এটি ২০২৫ সালের মে মাসে ন্যায়ের শাসন ও জনতার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন সব সময় শান্তিপূর্ণ এবং সাংবিধানিক উপায়ে মানুষের পক্ষে অবস্থান নিয়ে কাজ করে আসছে।