Image description
 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমি যে কথাগুলো বলেছি, তা বাস্তবায়নের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন। আর নির্বাচিত সরকার না থাকলে দেশি-বিদেশি কেউ বিনিয়োগ করবে না। সকলে সিদ্ধান্ত স্থগিত রেখেছে— নির্বাচনের অপেক্ষায়। বিদেশ থেকে যারা আসে, তারা আমাদের জিজ্ঞেস করে— ‘আপনাদের নির্বাচন কবে?’ তারা সব কথা শুনে শেষে বলে, ‘নির্বাচনটা কবে?’ তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে বড় কোনো প্রতিশ্রুতিতে যাবে না। তাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে জিডিপি দাঁড়ায়। এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। তাই সবাই হাত গুটিয়ে বসে আছে— নির্বাচনের অপেক্ষায়।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত "রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে উন্নয়নের অঙ্গীকার" শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে আমির খসরু বলেন, “আমরা প্রতিদিনই হারাচ্ছি। অনির্বাচিত সরকারের উপস্থিতিতে প্রতিদিন আমরা পিছিয়ে যাচ্ছি— রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে। এই জন্য আপনাদেরও শক্তভাবে বলতে হবে— আমরা একটি নির্বাচিত সরকার চাই।”

 

তিনি আরও বলেন, “জনগণের কাছে যারা দায়বদ্ধ, তারাই প্রকৃত জনপ্রতিনিধি। জনগণের সঙ্গে সরকারের মধ্যে যে সেতুবন্ধন, তা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হয়। কিন্তু আজ সেই সেতু নেই। যার ফলে অনেক সরকারি কর্মকর্তা কাজ করছেন না, পরিষ্কার করছেন না, সিদ্ধান্ত দিচ্ছেন না। আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি চাই, বাংলাদেশের জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠিত হোক। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে। জনগণের মালিকানা নিশ্চিত করতে হবে।”

 

তিনি বলেন, “গত ১৭ বছর ধরে আমরা সংগ্রাম করেছি, প্রাণ দিয়েছি, জেল খেটেছি। তাই জনগণের হাতে তাদের প্রতিনিধি ফিরিয়ে দিন— যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সংস্কার হোক, পরিবর্তন হোক— সবকিছুই জনগণের স্বার্থে হতে হবে। বিশেষ কোনো দল বা গোষ্ঠীর চিন্তার ওপর ভিত্তি করে পরিবর্তন টেকসই হয় না। যদি হয়ও, তা দেশের মানুষের উপকারে আসে না।”

সভায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন সভাপতিত্ব করেন। এসময় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জিয়াউদ্দীন হায়দার, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ডন, জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকুসহ আট জেলার নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেম্বারের সদস্য তানবীর হোসেন।