
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দলীয় কার্যালয়ের ভাড়া চাওয়ায় মালিক মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এর আগে সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ হত্যার ঘটনা ঘটে।
বহিষ্কৃতরা হলেন- মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যাকাণ্ডের নির্মম ঘটনা ঘটেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে আপনাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার সকালে দলীয় কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এলাকায় জাহাঙ্গীর ভূঁইয়া নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ ১২ জন জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের ছেলে।
জাহাঙ্গীরের ছেলে রাসেল জানান, ভাড়া চাইতে গেলে সকালে তোতা মেম্বার ও তার ছেলে খোকন, রাসেল এবং বেণু হাজীর ছেলে আলম (৪৫), সাদ্দাম (৩৫) সহ ৬/৭ জন মিলে আমার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসী জানিয়েছে, পাঁচ আগস্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া নেন তোতা মেম্বার। অফিসটি স্থানীয়দের কাছে বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অফিস হিসেবে পরিচিত ছিল। সকালে পার্টি অফিসের বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে বিএনপির অফিসের জন্য কিসের ভাড়া দিবো বলেন তোতা মেম্বার। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেন জাহাঙ্গীর। পরে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে মারধর করেন।
এ সময় জাহাঙ্গীর গুরুতর আহত হলে অভিযুক্তদের কয়েকজন জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সেখানে কয়েকটি দোকান মিলে বিএনপির একটি অফিস করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। সকালে তিনি দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারপিটের ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।