Image description

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার তাকে চবিতে আমন্ত্রণ জানিয়েছেন শিবিরের সভাপতি মোহাম্মদ আলী।

বুধবার (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে শাখা ছাত্রদল আয়োজিত জুলাই শহীদদের স্মরণসভায় নাছির বলেন, 'যদি শিবির দেখতে চান, শিবিরের আচার-ব্যবহার ও সন্ত্রাসী কার্যক্রম দেখতে চান তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যান। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৫ বছরের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর কি ধরনের নির্যাতন চালানো হয়েছে! আপনারা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে শিবিরের আসল চরিত্র দেখতে পাবেন।'

পরে এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার রাত ১০টায় চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী তার ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট করেন, সেখানে তিনি লেখেন, 'নাছির ভাই, গত রমজানে তো ক্যাম্পাসে আসছিলেন। ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি কি সন্ত্রাসী কার্যক্রম দেখে গেছেন তার একটা তালিকা পাঠাইয়েন। চবিতে আবারও দাওয়াত থাকবে আসেন। ভাই এখানে চাঁন্দাবাজির সুযোগ পায় না, রামদা নিয়ে ঘুরতে পারে না।'

বিষয়টি নিয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির ভাই শিবিরকে নিয়ে একেবারে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। তিনি কিছুদিন আগে ক্যাম্পাসে আসছিলেন। তিনি আবার চবিতে এসে শিবিরের কি কি সন্ত্রাসী কার্যক্রম চলছে তা আমাদের তা দেখিয়ে দিক। আমরা তার মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে শাখা থেকে দ্রুত বিবৃতি দেব।