Image description

ছাত্রদলকে ছাত্রলীগের চেয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছে ছাত্রশিবির। বুধবার নগরীর চকবাজার এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন।

 

 

চকবাজারে চাঁদাবাজি, সন্ত্রাস ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ইসলামী ছাত্রশিবির।

 

সোমবার গভীররাতে মহসিন কলেজের এক শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়ার জের ধরে নগরীর চকবাজার যুবদল, ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। সংঘটিত এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

এর প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিবির। এর আগের দিন একই ধরনের অভিযোগে  শিবিরের বিরুদ্ধে মিছিল করেছিল ছাত্রদল।

 

নগরীর চকবাজারের অলি খাঁ মোড় এলাকায় বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে মহানগর উত্তর শাখার সভাপতি তানভীর হোসেন জুয়েল বলেন, জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই স্লোগান কারা দিয়েছিল আপনারা জানেন। যারা আমাদের বাংলা ছাড়ার ঘোষণা দিয়েছিল। তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। যারা এখন নব্য ফ্যাসিস্ট হয়ে উঠছে, তাদের ছাত্রলীগের চেয়ে কঠিন পরিণতি আপনাদের হবে।

 

১২ জুলাই চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে বহিষ্কার করা হয়।

 

সমাবেশে দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, ছাত্রদলের জনশক্তির এত আকাল হয়েছে তিন সন্তানের পিতাও ছাত্রদল করে। সে কেমন ছাত্র, সে দিনের বেলায় কলেজে আসে না। বিকাল বেলা কলেজের গেট ভেঙে কলেজে ঢুকতে চায়। সে কেমন ছাত্র শিক্ষাপ্রতিষ্ঠান তাকে কলেজে ঢুকতে দেয় না। কারণ তুমি টোকাই, তুমি ছাত্রদল না।