Image description

বিপ্লবী ছাত্রজনতার রক্তস্নাত “চব্বিশের গণ-অভ্যুত্থান”-এর বার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টায় রাজবাড়ী জেলা শহরের রেলগেট শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ভোর থেকেই সভামঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি শহরের বড়পুল থেকে ১ নম্বর রেলগেট পর্যন্ত সড়কজুড়ে বিলবোর্ড ও প্লাকার্ডে সাজানো হয়েছে। শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সভাস্থলে জেলা পুলিশসহ সাদাপোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে।

এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা এনসিপি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে, প্রস্তুতির সব ধাপ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণ-অভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এনসিপি’র সংগ্রামী সদস্য সচিব, জননেতা আখতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজবাড়ীর পুত্রবধূ ডা. তাসনীম জারা এবং ডা. তাজনুভা জাবীন, দক্ষিণ অঞ্চলের সংগঠক মো. আতাউল্লাহসহ কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির এক বিবৃতিতে বলা হয়েছে, “চব্বিশের জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই পথসভা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সকল স্তরের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মতামত ও সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করবে।”

এনসিপি কেন্দ্রীয় কমিটির রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল এক যৌথ বিবৃতিতে এই গণতান্ত্রিক আয়োজন সফল করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন।

শীর্ষনিউজ