Image description
 

প্রায় দেড় দশক পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

 

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা। দেশে ফিরে এক প্রতিক্রিয়ায় আশিক ইসলাম বলেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও মন সবসময় দেশের সঙ্গেই ছিল। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি।

 

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি—শিগগিরই দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এখন মানুষ কিছুটা হলেও কথা বলতে পারছে, চলাফেরা করতে পারছে—এটাই ইতিবাচক দিক। তবে প্রকৃত স্বাধীনতা তখনই ফিরে আসবে, যখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।