
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের জন্মের আদর্শকে যারা ধারন করে না, তারা অন্য কোনো দেশে চলে যেতে চাইলে চলে যেতে পারেন।
বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আজকে যারা বড় বড় কথা বলেন তাদেরকে ইতিহাসটি আবার নতুন করে পড়তে বলবো। গল্পকে ইতিহাস বলে চালানো যায় না। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্ম অন্ধ নয়।
মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্ম অন্ধ নয়। গায়ের জোরে, মিথ্যা মামলা, কটু কথা বলে একজনের মত আরেকজনের ওপর দায় চাপিয়ে দেয়া যাবে না। এ ধরনের কাজ থেকে বিরত থাকুন।
এ সময় তিনি আরও বলেন, ক্রান্তিকালের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে সবাই সর্তক থাকবেন। এক বছর পরে, কী অগ্রগতি দেখছি? অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশা পূরণ করতে পেরেছে কী?
নির্বাচনের বাইরে, গণতন্ত্রে উত্তরণের আর কোনো পথ নেই। স্পষ্ট করতে চাই কারা নির্বাচনের বাইরে ঘিরে, দেশ পরিাচলনা করতে চায়। গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, বিএনপি তা হতে দেবে না।
শীর্ষনিউজ