Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি’। আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির সমাবেশে তিনি এ কথা বলেন। 

নাহিদ বলেন, আজকে গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার বিচার যদি না হয় তাহলে আমরা আবার আসেবা। নিজ হাতে মুজিববাদ মুক্ত করবো।

আজ পৌনে ২টার দিকে সমাবেশের মঞ্চে উঠেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ সময় নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারীসহ অনেককে দেখা গেছে। মঞ্চে উঠেই স্লোগান দিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।

এর আগে সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাসজুড়ে চলমান পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি শুরু হওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার সকালে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পুলিশের একটি টহল গাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা গোপালগঞ্জে পৌঁছান।