আওয়ামী লীগ সবসময় জিয়াউর রহমানকে অপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে এবং তাকে পাকিস্তানের দালাল হিসেবে আখ্যায়িত করারও চেষ্টা করেছে। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে জিয়াউর রহমানের সঙ্গে আলোচনা হয়েছিল— এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভোগাস বলে উল্লেখ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেন, "জিয়াউর রহমানের সঙ্গে আওয়ামী লীগের বিরোধ থাকতে পারে, কিন্তু তার ব্যক্তিত্ব ছিল অসম্ভব সুন্দর। তিনি মুক্তিযুদ্ধের সময় একজন সৎ ও দায়িত্বশীল মেজর ছিলেন। জিয়াউর রহমান কখনো খুনিদের সঙ্গে কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে আমি বিশ্বাস করি না। কোরআন হাতে নিয়ে তিনি এমন কিছু করার শপথ নিতে পারেন— এ কথা মিথ্যা।"
তিনি আরও বলেন, "মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা প্রশ্নবিদ্ধ হতে পারে, কিন্তু তার অংশগ্রহণ দেশবাসীকে উৎসাহিত করেছিল। মুক্তিযুদ্ধে তার ভূমিকা হয়তো সামান্য ছিল, কিন্তু তার নাম আমাদের ইতিহাসে একটি অনুপ্রেরণামূলক অধ্যায়।"
জিয়াউর রহমানকে পাকিস্তানের দালাল আখ্যা দেওয়ার চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, "এ ধরনের প্রচার আমি কখনো পছন্দ করিনি। মুক্তিযুদ্ধে তার অবদান অস্বীকার করা উচিত নয়।"