Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন প্রয়োজন। সিলেক্টটিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার বরিশালে এক পথ সভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ, পৃথিবীতে অনেক কিছুই হওয়া সম্ভব। কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশনারের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি আমাদের নিবন্ধন ও শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করেন তাহলে আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।

তিনি আরো বলেন, একটি রাজনৈতিক দলের প্রতীক শাপলা হতে কোনো বাধা নেই। কিন্তু শুধুমাত্র একজন নির্বাচন কমিশনারের কারণে আমাদের শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না।

হাসনাত বলেন, আপনারা হুদা কমিশনের কথা ভুলে যাবেন না। নির্বাচন কমিশন চাচ্ছে সশরীরে না এসেও যেন হলফনামা দেওয়া যায়। আপনারা কি চান আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবেন আর তিনি থাকবেন ভারতে কিংবা লন্ডনে। নির্বাচন কমিশন এই ব্যবস্থার দিকেই এগিয়ে যাচ্ছে।