
মধ্যরাতে চরমোনাই পীরের দরবার পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা বরিশাল বিভাগে পদযাত্রা করছেন। পরে পীরের দরবারে যান।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় প্রতিনিধিদল সেখানে গেলে তাদের স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং দলের সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা।
পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এরপর নাহিদ ইসলাম ও সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সাংবাদিকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় ফয়জুল করিম বলেন, গত বছরের জুলাইয়ে হাসিনাবিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখনই আমরা ওই আন্দোলনকে সমর্থন করেছিলাম। এখনো আমরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রায় আমরা যে এলাকাতেই যাচ্ছি সেখানকার ঐতিহাসিক স্থান কিংবা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা চরমোনাইতে এসেছি।
(শীর্ষনিউজ