
বিএনপির ক্ষমতার উৎস জনগণ জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামস বলেছেন, কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারবে না।
রোববার (১৩ জুলাই) ময়মনসিংহের নান্দাইলে ১৩ নম্বর চর বেতাগৈর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে খালেকের মোড় মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. শামস বলেন, বিএনপি যে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ এবং মানবকল্যাণবিরোধী সকল ধরনের কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রাষ্ট্র ও সমাজবিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা করতে হবে।
নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলের সভাপতিত্বে এবং মাসুদ রানা ও রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, পল্লব রায়, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, বেতাগৈর ইউনিয়ন বিএনপি নেতা মো আব্দুল মতিন, মোফাজ্জল হোসেন, দুলাল, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস।
উপস্থিত ছিলেন- যুবদল নেতা হাজি সাইফুল ইসলাম, বিএনপি নেতা লুৎফর রহমান, যুবদল নেতা রাসেল, উপজেলা ছাত্রদলের ফাহাদ খান, হৃদয়, দুর্জয়, দেলওয়ার, সাগর, সম্রাট।