
দেশে ‘মবতন্ত্র’ কায়েমের প্রচেষ্টা করা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা না হলে সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। সোমবার বিকালে রাজধানীতে সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে এই হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ‘গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির’ প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
ছাত্রদল সভাপতি রাকিব বলেন, এসব চলতে থাকলে আমরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি কর্মসূচি ঘোষণা করব। আমরা বিশ্বাস করি, তাদের (অন্তর্বর্তী সরকার) প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে দেশে ‘গুপ্ত’ রাজনীতি চলমান রয়েছে।
তিনি বলেন, যখন সারা দেশে হত্যাকাণ্ড ঘটছে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিকার ভূমিকা পালন করছে। সে ক্ষেত্রে অবশ্যই ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। কিন্তু রাতের আঁধারে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যে মিছিল করেছে, সেখানে তারা সরকারের ব্যর্থতা দেখে না। তারা একে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারেক রহমানকে জড়িয়ে যে লজ্জাজনক অপপ্রচার চালিয়েছে, সেটি দ্বারাই প্রমাণিত হয় এই নির্দলীয় সরকার এরই মধ্যেই নিরপেক্ষতা হারিয়েছে।
এদিকে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেন, শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড ঘটলেও এগুলো নিয়ে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্ত করছে না। শুধু মিটফোর্ডের ঘটনা নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এমনকি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন ‘প্রোপাগান্ডা’ (অপপ্রচার) চালিয়ে যাচ্ছেন।
নাছির উদ্দিন বলেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংগঠনের অবস্থান পরিষ্কার করতে চাই। কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চাই না।
এদিন পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর দেড়টা থেকে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। মাথায় লাল কাপড় বেঁধে এবং হাতে দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে সংগঠনের হাজার হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ম বেচে গীবত গায়, পীর সাহেব চরমোনাই’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।