
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেলকে (৪৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে দল থেকে আজীবন বহিষ্কৃত হয়েছেন তিনি।
শনিবার (১২ জুলাই) উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দ্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মুনজেলকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। পাশাপাশি দলীয় সব নেতাকর্মীদের তার সঙ্গে সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে চর দেশগ্রামের এক প্রবাসীর বাড়ি থেকে মুনজেলকে আটক করে গ্রামবাসী। পরে তাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ২টার দিকে এলাকাবাসী তাকে আটক করে গাছে বেঁধে রাখে। তারা দুজনেই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। ওই নারীর প্রবাসী স্বামী এখন তাকে নিয়ে সংসার করবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে মুনজেলের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।