Image description

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, রাজনীতিতে যারা এতিম, নির্বাচনে অংশ নিয়ে যাদের জামানত বাতিল হবে তারাই সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন চায়। ইভিএম যেমন বিতর্কিত ছিল, ভোট চুরির মেশিন হিসেবে, পিআর ঠিক একই বিষয়।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে নরসিংদী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর উপজেলা বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে দানবীয় সরকারের পতন হয়েছে, কিন্তু এখনো চূড়ান্ত বিজয় হয়নি। গণতন্ত্রের চূড়ান্ত বিজয় তখনই অর্জন হবে, যখন দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে। একটি মহল পিআর এর নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করতে যাচ্ছে। তারা জানে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপির বিজয় নিশ্চিত। আর এটা জেনেই তারা পরিকল্পিতভাবে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চাচ্ছে।

তিনি বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। সমস্ত রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকারসহ প্রায় সকলেই দ্রুত নির্বাচন চাচ্ছে, তবে নির্বাচন দিতে সমস্যা কোথায়। কয়েকশ দলের মধ্যে এনসিপি ও জামায়াত যদি নির্বাচন না চাই তবে কোনো আসে যায়? তাদেরকে আমরা আহ্বান করবো আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই। কোনোরকম টালবাহানা করে ঘোলাপানিতে মাছ শিকারসহ দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবেন না, এটা দেশের মানুষ সহ্য করবে না।

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, ভিপি জলিল, ফারুক উদ্দীন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন, আমিনুল হক বাচ্চু, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী।