
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কমিটির আহ্বায়ক হয়েছেন নাসির উদ্দিন অর্ণব এবং সদস্যসচিব হয়েছেন জিসান আহমেদ।
বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ সইয়ে কমিটির অনুমোদন দেন।
প্রথম কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন শামস শাহরিয়ার। যুগ্ম আহ্বায়কের দায়িত্বে মো. আশিক হোসাইন, মো. ইউনুস, মো. সোলেমান বাদশাহ, মো. আরিফুল ইসলাম, ইসমাইল হোসাইন ইশান ও মো. জাহেদুল হাসান পয়েল। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. সাঈদ, নাজিয়া নূর ও মো. শরিফ উদ্দীন।
আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্র। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সংগঠক প্রয়াত জসিম উদ্দিনকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘মরণোত্তর শ্রেষ্ঠ সংগঠক’ ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।