
আগামী ৩ আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রণয়ন না করলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেই এ ঘোষণাপত্র প্রণয়ন করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র সামান্তা শারমিন।
সোমবার (৭ জুলাই) সকালে রাজশাহী পর্যটন মোটেল থেকে বেরিয়ে নাটোরের উদ্দেশ্যে যাবার সময় সাংবাদিকদের এই কথা জানান তারা।
এ সময় তারা বলেন, কেনো কি কারণে এতদিন জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়নি, হচ্ছে না সেটি সরকার ভালো বলতে পারবে। তবে এটি নিয়ে সরকার যে আচরণ করছে তা অত্যন্ত অপরিণত আচরণ বলেও মন্তব্য করেন তারা।
আগামী ৩ আগস্টের মধ্যে এটি করা না হলে অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সঙ্গে কথা বলে জাতীয় শহীদ মিনারে আবারও ছাত্রজনতা জমায়েত হয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হবে।