
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স দা সূর্যসেন হল থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আল আমিনকে আটক করেছে শিক্ষার্থীরা। পরবর্তীতে শাহাবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার (৬ জুন) দুপুর ১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে তাকে আটক করা হয়।
আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের ২০১১-২০১২ সেশনের ছাত্র ছিলেন। সেই সঙ্গে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপ নাট্য ও বিতর্ক সম্পাদক ছিলেন বলে জানা যায়। তার গ্ৰামের বাড়ি বরগুনায়। বরগুনা থানায় তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
এই বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আমার তাকে সূর্য সেন হল থেকে নিয়ে এসেছি। তার নামে বরগুনায় একাধিক মামলা রয়েছে। তাই তাকে কোর্টে চালান করার প্রক্রিয়ায় আছি।