
চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, শেখ হাসিনা ‘টুপ করে’ বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে, মানুষ তাকে ধরে আমগাছে বেঁধে গণহত্যার বিচার করবে।
রবিবার (৬ জুলাই) নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে “জুলাই পদযাত্রা” উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, সীমান্তে ভারতের আগ্রাসন এবং বিএসএফ-এর হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা ঘটনার জন্য বর্তমান সরকার দায়ী। দিল্লির আশীর্বাদে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ওপর দীর্ঘদিন ধরে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ সবচেয়ে বেশি ‘দিল্লি না ঢাকা’ স্লোগান ধারণ করে। এখানকার মানুষ এতটাই সাহসী যে, বিএসএফ বন্দুক নিয়ে ঢুকলে তারা কাস্তে হাতে তাড়িয়ে দেয়। তিনি বাংলাদেশের স্বাভিমান ও স্বাধীনতার বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে না নেওয়ার কথা জোর দিয়ে বলেন।
আঞ্চলিক ও রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলে আখতার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ বহুদিন ধরে উন্নয়ন ও রাজনৈতিক প্রান্তিকতায় ভুগছে। তাই ‘নতুন বাংলাদেশে’ এসব বৈষম্য বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, বর্তমান সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ চালানো সম্ভব নয়। দেশের স্বাধীনতা, রক্ত ও শ্রমের বিনিময়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে, তা পরিচালনার জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা জরুরি।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1BZX88S7eW/