
সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতা ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
আহত এমদাদুল ইসলাম সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
জানা গেছে, বুধবার বিকেলে সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে কয়েকজন যুবক এমদাদুল ইসলামকে ধরে নিয়ে যান। পরে দর্শনদেউরি এলাকায় নিয়ে এক প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে মারধর করে মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে এমদাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রায় দুই বছর আগে ছাত্রদলের একজনের সঙ্গে তার বিরোধ ছিল। এর জেরে বুধবার বিকেলে ১০ থেকে ১২ জন তাকে ধরে নিয়ে দর্শনদেউরি এলাকায় নিয়ে যান। তারা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী। মারধরের পর টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মাথা ন্যাড়া করে ভিডিও ধারণ করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনা তিনি দলের জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন ও বিচার চেয়েছেন।