যেকোনো সময় ঘোষণা হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি। আর এ তথ্য জানে ছাত্রশিবির। কমিটি ঘোষণার পর শিবির রাতের আধারে কমিটি মানি না বলে স্লোগান দিয়ে ব্যাপক ককটেলের বিস্ফোরণ ঘটাবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল।
সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে ‘জরুরি’ শিরোনামে একটি পোস্ট দিয়েছে ছাত্রদল নেতা শিমুল।
ওই পোস্টে তিনি বলেছেন, ‘আমার কাছে একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এসেছে। যেকোনো সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা হতে পারে মর্মে অবগত হয়ে ছাত্রশিবির এই বিষয়টিকে উপলক্ষ করে গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে।’
তিনি বলেন, ‘তথ্য অনুযায়ী, কমিটি ঘোষণার পর রাতের আঁধারে শিবির তাদেরই কিছু নেতাকর্মীকে দিয়ে কমিটি মানি না স্লোগান দিয়ে মিছিল করবে এবং মিছিল শেষে ব্যাপক ককটেলের বিস্ফোরণ ঘটাবে। এরপর এই বিষয়টিকে পুঁজি করে দিনেরবেলা তাদের বি টিমকে দিয়ে ছাত্রদল সন্ত্রাস করে, ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষ, ক্যাম্পাসে শিক্ষার্থীরা অনিরাপদ- ইত্যাদি নানা ধোঁয়া তুলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলে বিক্ষোভ করবে এবং পরিস্থিতি ঘোলা করার চেষ্টা চালাবে।
তিনি আরো বলেছেন, ‘অন্ধকারের সংগঠন ছাত্রশিবির দেশের সব ক্যাম্পাসের মতো জাবিতেও তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চাইছে। এই অন্ধকারের শক্তির সব ষড়যন্ত্র রুখে দিন।’
ছাত্রদল নেতা শিমুলের পোস্টটি শেয়ার করেছেন শতাধিক ফেসবুক ব্যবহারকারী। তাদের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ।