Image description

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসের দেওয়ালে ‘শেখ হাসিনা আসবে ফিরে’ এবং ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) রাতের কোনো এক সময় এগুলো লেখা হয় বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, গাংনী উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত মহিলা বিষয়ক ও সমাজসেবা অফিস, খাদ্য অফিস, সাব রেজিস্ট্রি অফিস এবং নির্বাচন অফিসের দেওয়ালে লেখা হয়েছে ‘হাসিনা আসবে ফিরে’ এবং ‘জয় বাংলা’। লাল কালি দিয়ে বড় অক্ষরে হাতে এগুলো লেখা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গাংনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুলেরি আলভী বলেন, যারা এই দেওয়াল লিখনের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। বিএনপির নেতাকর্মীরা তাদের রুখে দিতে প্রস্তুত আছে।

জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।