
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে “মিথ্যা ও ভিত্তিহীন” তথ্য ছড়ানোর অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আজ রবিবার (১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো লিখিত বিবৃতিতে বলেন, আমীরকে বিতর্কিত করার অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে ডা. শফিকুর রহমান কাতারের রাজধানী দোহায় গোপনে সফর করেছেন’— এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। দলীয় সূত্রে জানানো হয়, ডা. শফিকুর রহমান গত কিছুদিন দেশের মধ্যেই ছিলেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
জামায়াতের পক্ষ থেকে গত ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত আমীরের কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বলা হয়, ২৮ মে সকালে তিনি সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা দেন এবং মগবাজারে এক মতবিনিময় সভায় অংশ নেন। ওই দিনই তিনি অধ্যাপক গোলাম আযমসহ দলের অন্যান্য নেতাদের কবর জিয়ারত করেন।
২৯ মে সারাদিন তিনি নিজ বাসায় ও রাতে কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন বলে জানানো হয়। ৩০ মে ভোরে ছাত্রশিবিরের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি বক্তব্য দেন এবং সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। ৩০ ও ৩১ মে রংপুর-দিনাজপুর অঞ্চলের একটি জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যও দেন তিনি।
এ সময়ের মধ্যে তার কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিতির সিসিটিভি ফুটেজ দলটির দফতরে সংরক্ষিত রয়েছে বলেও জানানো হয়। এ ছাড়া ৩১ মে তার সৈয়দপুর যাত্রা ও ফিরে আসার বিমান যাত্রার তথ্যও প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি কেউ দাবি করেন তিনি (ডা. শফিকুর রহমান) দেশের বাইরে ছিলেন, তাহলে ইমিগ্রেশনের রেকর্ড যাচাই করলেই প্রকৃত সত্য জানা যাবে।’
ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচার চালিয়ে তাকে জনমানসে হেয় করার অপচেষ্টার বিরুদ্ধে দলটি সজাগ রয়েছে বলেও জানান মাওলানা মা’ছুম। তিনি সংশ্লিষ্ট সকলকে এই ধরনের প্রোপাগান্ডা থেকে বিরত থাকার আহ্বান জানান।