Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচারের পতন হয়েছে। আজ বুধবার (২৮ মে) সদ্য কারামুক্ত জামায়াতনেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে ঢাকা মহানগর জামায়াত কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, মহান আল্লাহ আমাদের প্রিয় ভাইকে ১৪ বছর পর আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আপনারা সবাই প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন আপনাদের সেবায় কাজ করতে পারেন।

এর আগে জামায়াতনেতা এটিএম আজহার জামিনে মুক্ত হয়েই বলেছেন, আমি ১৪ বছর কারাবন্দি থাকার পর আজ সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজহারের আপিল মঞ্জুর করে মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আজ বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টা নাগাদ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পান এটিএম আজহার। কেরানীগঞ্জ কারাগারের তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন ছিলেন।