
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাজনৈতিক প্রচারণায় জনতার কাছে ছুটছেন হাসনাত-জারারা। দলটির কার্যক্রম তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সারা দেশে পথসভা করছে এনসিপি। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যার পর চট্টগ্রাম নগরীতে বৃষ্টিতে ভিজে মহানগর এনসিপি আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন দলটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
পথসভায় বক্তব্য দেয়ার সময় মুশলধারে বৃষ্টি ও বজ্রপাত হয়। তার মধ্যেই তার বক্তব্য চালিয়ে যান হাসনাত। ঝুম বৃষ্টিতে এক পর্যায়ে সাধারণ মানুষের দ্বিকবিদিক ছোটাছুটি করেন। কিন্তু অটল ছিলেন হাসাত। সবাইকে নিয়ে গাড়িবহরে বৈরী আবহাওয়ার মধ্যে আবার শুরু করলেন পথসভা। ট্রাকের ছাদে কাক ভেজা হয়ে নেতাকর্মীদের নিয়ে স্লোগান দেন এনসিপির নেতাকর্মীরা।
পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, টাকার কাছে বিক্রি হওয়া যাবে না। যোগ্যপ্রার্থীকে আগামী নির্বাচনে ভোট দিতে হবে। অতীতের নির্বাচনে টাকার খেলা হয়েছে। আপনাদের ভোট টাকা দিয়ে কিনে আপনাদের ঠকিয়েছে ফ্যাসিস্ট সরকার। দুর্নীতিবাজকে ভোট দেবেন না আপনারা।’
হাসনাত আরও বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি আগে ঘর থেকেই বন্ধ করতে হবে। আগে বাবার আয় নিয়ে প্রশ্ন করতে হবে ছেলেকে।’
এ সময় সঙ্গে ছিলেন: এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহবায়ক হাসান আলী। দক্ষিণের যুগ্ম মুখ্য সংগঠক জোবায়ের আরিফ ও সৈয়দ ইমন। তিনদিনের কর্মসূচির মধ্যে শেষ দিন নগরীর চকবাজার, অক্সিজেন, বিপ্লব উদ্যান নয়বাজার, হালিশহর, নিউ মার্কেট, বাকলিয়াসহ নগরীর ৯টি স্থানে পথসভা করার কর্মসূচি ছিল। এর আগে চট্টগ্রাম দক্ষিণ ও উত্তরের নানা পাহাড়ি ও সমুদ্র উপকূলে পথসভা করা হয়।