
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে। ফলে আগামীকাল বুধবার সকালেই তিনি মুক্তি পেতে পারেন।
আজ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার। তিনি বলেন, এ টি এম আজহারুল ইসলামের খালাসের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর সেগুলো যাচাই-বাছাই করে হাসপাতালে পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে বুধবার সকালেই তিনি মুক্তি পেতে পারেন।
সুরাইয়া আক্তার বলেন, রাত বেশি হয়ে যাওয়া ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বুধবার সকালে তাঁকে মুক্তি দেওয়া হবে।
কেরানীগঞ্জ কারাগারের তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ টি এম আজহারুল ইসলাম। এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ টি এম আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে খালাসের রায় দেন।