কমলনগরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. নাহিদুল ইসলাম (২৮) নামে ছাত্রদলের এক কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল চাপায় এক পথচারী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহত ছাত্রদলকর্মী নাহিদ উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চর জগবন্ধু এলাকার বদ্দার বাড়ির বজলু মাঝির ছেলে। অপরদিকে তাৎক্ষণিকভাবে পথচারী ওই নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক মহাসড়কের উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদের মামা মো. খোকন জানান, পড়ালেখা শেষ করে পরিবারের অভাব দূর করতে সড়ক মেরামতের স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার হিসেবে কর্মরত ছিল নাহিদ। বুধবার হাজিরহাট বাজারে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করে নাহিদ। প্রোগ্রাম শেষে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে ফেরার পথে হাফিজিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সে। নাহিদ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানান তিনি।
ছাত্রদল কমলনগর উপজেলা সভাপতি মো. সাজ্জাদ হোসেন সাজু যুগান্তরকে জানান, নাহিদ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন ঠিকই কিন্তু তার দলীয় কোনো পদ-পদবি ছিল না। দলকে ভালোবেসে বুধবার ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে অনুষ্ঠান শেষে কর্মস্থলে ফিরছিল সে। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীসহ সে মারা যায়। তার অকাল মৃত্যুতে উপজেলা ছাত্রদল গভীর শোক প্রকাশ করছে বলে জানান তিনি।
কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ এক পথচারীর মৃত্যু হয়েছে।