
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেছেন, ‘বাংলাদেশের যদি আবারো জাহান্নাম নেমে আসে, শহিদ মায়েদের রেখে আহত ভাই-বোনদের রেখে আমরা কখনো সীমান্ত পাড়ি দেবো না। আমরা সেই বেগম খালেদা জিয়ার সন্তান, যিনি বলেছিলেন, বাংলাদেশ ছাড়া আমার কোনও দেশ নাই।’
রবিবার (২৫ মে) শাহবাগে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ও জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে ‘জুলাইয়ের সব শক্তি’কে নিয়ে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে শরীফ ওসমান হাদী বলেন, আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা এক এগারোতে বাংলাদেশের পক্ষে দ্বাড়িয়েছেন, আমরা আপনাদের পক্ষে দ্বাড়িয়েছি। আবার আপনারা জনতার পক্ষে দ্বাড়ান, আমরা চিরদিন আপনাদের পক্ষে থাকবো।