
দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে গতকাল রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বৈঠক শেষে দলগুলোর পক্ষ থেকে গণমাধ্যমে কথাও বলেন দলের প্রতিনিধিরা।
তবে সবকিছু ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি ছবি। যেটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন আসিফ মাহমুদ।
শনিবার রাতে যমুনায় তিন দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আসিফ মাহমুদ কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্যারের আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সাথে বৈঠক।
তার শেয়ার করা ছবির মধ্যে একটি ছবিতে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের সঙ্গে হাত মেলাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়।
বৈঠক শেষে গণমাধ্যমে সালাউদ্দিন জানিয়েছিলেন, বিএনপির পক্ষ থেক তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করে লিখিত দেওয়া হয়েছে। তারা উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন।
বিএনপির পক্ষ থেকে পদত্যাগ দাবি করা তিন উপদেষ্টার মধ্যে একজন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার পদত্যাগ দাবি করার পরও বিএনপি নেতাদের সঙ্গে এমন ছবি 'রাজনৈতিক সৌন্দর্য' বলছেন নেটিজেনরা।
নকিবুল ইসলাম অংকন নামের একজন ছবিটি পোস্ট করে লিখেছেন, রাজনীতিতে মতভেদ থাকবেই, কিন্তু ভিন্নমত মানেই শত্রুতা নয়। বিএনপি যখন প্রধান উপদেষ্টার কাছে তিনজনের পদত্যাগ চায়—তাদের একজন ছিলেন আসিফ মাহমুদ। তবুও, সভা শেষে করমর্দন হয়, হাসি বিনিময় হয়। এটাই রাজনীতির সৌন্দর্য, এটাই সেই বাংলাদেশ, যা আমরা গড়তে চাই। বিএনপি বিশ্বাস করে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জাতির উন্নয়নে আমরা এক।
মাসুম জয় নামের একজন একজন লিখেছেন, 'রাজনীতির সৌন্দর্য' কাগজে-কলমে আদর্শের কথা হলেও বাস্তবে অনেক সময় তা ক্ষমতার লড়াইয়েই রূপ নেয়। কিন্তু বাঙালীর ক্ষমতা লাগবে, এতে দেশ গোলায় যাক'- এটা আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা তুলে ধরে। তবে এটাই সঠিক সময় সচেতন হওয়ার। দেশের কথা, দেশের মানুষের কথা ভাবার সময় এখনই। রাজনীতি হোক মানুষের কল্যাণে, না যে কেবল ক্ষমতা দখলের জন্য।
আরেকজন লিখেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য। বিএনপিকে জানতে হলে, আরো বেশি পড়তে হবে।