
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। একই সঙ্গে নতুন কমিটিকে আমলে নেওয়ার আবেদনও করেছে দলটি।
রোববার (২৫ মে) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন দলটির আমি আবু জাফর কাসেমী।
তিনি বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচন দিনের ভোট রাতে হওয়ায় এতে জনগণের ভোটের প্রতিফলন হয়নি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তৃণমূল থেকে যোগ্যরা ওঠে আসবে। এতে জাতীয় নির্বাচনেও তাদের ভালো ভূমিকা থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান কমিশনের প্রতি আস্থা আছে। এবার সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে বলে প্রত্যাশা করি।
বৈঠকের আলোচনার বিষয়ে নিজেদের অন্তঃকোন্দল দূর হওয়ায় ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সিইসিকে লেখা দলটির আমির ও মহাসচিবের যৌথ সই করা আবেদনে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চরম দূুর্নীতি ও অনাচারের প্রেক্ষিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীকে দলের নিয়মিত কাউন্সিলের মাধ্যমে অপসারিত করে দলের গঠনতন্ত্র মোতাবেক নতুন দলীয় কেন্দ্রীয় কমিটি গঠন করে কমিশন বরাবরে তালিকা প্রদান করা হয়েছিল। তারপরও তিনি তার নেতৃত্বাধীন কমিটির বৈধতা চেয়ে আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে তা আবার প্রত্যাহারও করে নেন। তবে ২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে তার কমিটিকেই আমলে নিয়ে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেয় ইসি। পরবর্তীতে গত বছরের ৩১ আগস্ট কাউন্সিলের মাধ্যমে আবু জাফর কাসেমীকে আমির ও ফখরুল ইসলামকে মহাসচিব নির্বাচিত করা হয়। এক্ষেত্রে দ্বন্দ্ব নিরসন হওয়ায় নতুন এই কমিটিকেই আমলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আবেদনে।