Image description

রাজধানী ঢাকার শাহবাগে আজ রবিবার বিকেলে সমাবেশ করবে ‘জুলাই ঐক্য’ নামের একটি প্ল্যাটফর্ম। ‘ভারতীয় ষড়যন্ত্র’ রুখে দিতে জুলাইয়ের সব শক্তিকে নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন প্ল্যাটফর্মটির সংগঠক এবি জুবায়ের। তিনি জানান, ‘২৫ মে বিকেল সাড়ে ৩টায় জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে প্রতিবাদ সমাবেশ করা হবে।’

এছাড়াও, ২৪ থেকে ৩০ মে পর্যন্ত সারাদেশে থাকা জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন চলবে বলেও জানান তিনি।