Image description

আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালোমতো চলবে না—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ মে) বগুড়ায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “প্রধান উপদেষ্টা সম্মানীয় মানুষ, তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। তবে নাতির বয়সীদের উপদেষ্টা করায় কিছু ভুল হচ্ছে। এগুলো শোধরানো দরকার। রাজনৈতিক দল তো সমালোচনা করবেই। কথা বলার স্বাধীনতার জন্য তো লড়াই করেছি। এই কথা শেখ হাসিনা বলতে দেননি। শেখ হাসিনার বাবার বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে একটি টু শব্দ করলেই রাতে অদৃশ্য করে দেওয়া হয়েছে। না হলে কারাগারে ফেলে রাখা হয়েছে। মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আবার খালের ধারে, বিলের ধারে, নদীর ধারে, শীতলক্ষ্যার ধারে, পদ্মার ধারে তার রক্তাক্ত দেহ পাওয়া গেছে।”

 

তিনি আরও বলেন, “বিদেশিদের কাছে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেবেন—এটা জনগণের প্রশ্ন। এই প্রশ্ন রাজনৈতিক দল উত্থাপন করলেই তারা অত্যন্ত রাগান্বিত হন, ক্ষুব্ধ হন। নাতি-নাতনির বয়সী উপদেষ্টা দিয়ে সেই সরকার খুব অভিজ্ঞ সরকার হয় না। ডক্টর ইউনুস সাহেব অভিজ্ঞ মানুষ। তার বিরুদ্ধে সমালোচনা নেই। কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালোমতো চলবে না।”