Image description
 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দিল্লি সরকার ইউনূস সরকারকে সহ্য করতে পারে না। এজন্য ভারত তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ক্ষমতার প্রলোভন দেখিয়ে এ দেশের কিছু মানুষের ওপর ভর করে ইউনূস সরকারকে পদত্যাগ করাতে চায়। যারা ইউনূসকে পদত্যাগ করাতে চায়, তারা দিল্লির রাজনীতি করে।

শনিবার (২৪ মে) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার দলীয় কার্যালয়ে দায়িত্বশীল প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, মানবিক করিডর যদি শুধুমাত্র ভারতের সুবিধার জন্য হলে আমরা তাতে রাজি না। আমাদের দেশের স্বার্থ থাকলে আমরা সমর্থন জানাবো।

তিনি আরও বলেন, সেনাপ্রধানের দায়িত্ব দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ করা। দেশের রাজনীতি করা তার দায়িত্ব না। আমরা অনুরোধ করবো, অনধিকার চর্চা না করে তার দায়িত্ব পালন করার।